বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের ১৬তম আঞ্চলিক পরিষদ অধিবেশন-২০১৬ সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
রাজশাহী অঞ্চলের গার্ল গাইডস এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, গার্ল গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম, উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজং চাম্বু গং, সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার শফীউল্লাহ, প্রাথমি শিক্ষা অফিসার এলিজা বেগম ও সিরাজগঞ্জ গাইড কমিশনার আলেয়া আকতার বানু ও সদস্য সচিব শামীম আরা লাজ। এ সময় বক্তারা নারীদের সকল ক্ষেত্রে অবদান রাখছে পাশাপাশি বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে জনসচেতনার জন্য সকল নারীকে ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের সকল জেলা এবং বিভিন্ন উপজেলা গাইড কমিশনার, সদস্য, আঞ্চলিক কমিটির কর্মকর্তা-কাউন্সিলরসহ প্রায় ২৫০জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গার্ল গাইডে ভূমিকা রাখার জন্য বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/ফারজানা