১৪ অক্টোবর বিশ্ব ডিম দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান' এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ায় দিবসটি পালিত হয়।
আজ সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে সাতমাথা হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রাণি সম্পদ ও জেলা পোল্ট্রি অনার্স এসোসিয়েশনের সহযোগিতায় র্যালীটি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আ ম শফিউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার