কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, সদর দক্ষিণ উপজেলার জামমুড়া গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আমান হোসেন (২৮) ও খোকন মিয়ার ছেলে শাকিল (১৮)। আজ বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বছির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর এলাকার কালিরবাজারে অভিযান চালায়। এ সময় ৫০ বোতল ফেন্সিডিলসহ আমান হোসেন ও শাকিলকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার