বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত শাহিনুর রহমান (৩৩) শিবগঞ্জ পৌর এলাকার শব্দলদিঘি গ্রামের ইউনুছ ফকিরের ছেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার মহাস্থান মাহীসওয়ার কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহিনুর মোটর সাইকেল নিয়ে বগুড়া থেকে বাড়ি ফেরার পথে ওইস্থানে পৌঁছলে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে রাতে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার