বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলাসহ ১৪টি চরে আজ থেকে শুরু হয়েছে শুটকি আহরন মৌসুম। প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে মার্চ পর্যন্ত সুন্দরবনের চরগুলোতে চলে বঙ্গোপসাগর থেকে শুটকির জন্য মাছ আহরণ। গতবছর পূর্ব বনবিভাগ শুটকি আহরণ মৌসুমে ৯ হাজার ৮শ ৩৮জন জেলের কাছ থেকে ১ কোটি ৭০ লক্ষ ৮শ ৮৫ টাকা রাজস্ব আদায় করলেও চলতি শুটকি মৌসুমে রাজস্বের লক্ষ্যমাত্র ধরা হয়েছে দুই কোটি টাকা। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সুন্দরবনের কতিপয় বনদস্যু স্বাভাবিক জীবনে ফিরতে র্যাবের কাছে আত্মসমর্পণ করায়, এবছর শুটকি আহরণ মৌসুমে জেলেরা নির্বিগ্নে তাদের কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জেলেরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার