পদ্মা ও মেঘনাসহ নদ-নদীতে ২২ দিন ইলিশ ধরা নিষেধ থাকলেও নদী বেষ্টিত জেলা মুন্সীগঞ্জের জেলেদের জন্য কোন বরাদ্দ মেলেনি। জেলা মৎস্য অফিসের নিবন্ধনকৃত ৯ হাজার ৮১৩ জন জেলে ২০ কেজি চালের বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন।
এদিকে জেলেরা নদীতে মাছ ধরতে না পেরে ও বরাদ্দকৃত চাল না পাওয়ায় মানবেতর দিন যাপন করছেন। শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকার মেঘনার শাখা নদীর পাড়ে জেলেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আমান উল্লাহ সরকার।
জেলা মৎস্য কর্মকর্তা ড. আলিয়ুর রহমান বলেছেন, ইলিস ধরা বন্ধ মৌসুমে জেলেরা ২০ কেজি করে চালের বরাদ্দ পায়নি। তাদের এ চাল বরাদ্দ আনার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল