টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকে চাকায় পৃষ্ট হয়ে জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত জয় তালুকদার (১৩) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দোবগাতি গ্রামের আঃ জলিল তালুকদারের ছেলে। সে কালিহাতী সদরের ঘুনি গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোঃ আখেরুজ্জামান জানান, কালিহাতী পেট্রোল পাম্পের সামনে রবিবার সন্ধ্যায় রাস্তা জয় বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে জয় ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-২৯৮৮) ও চালককে আটক করা হয়েছে।
নিহতের মামা আনোয়ার হোসেন জানায়, নিহত জয় তালুকদার কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।