নিম্নচাপের কবলে পড়া সেন্টমার্টিনের ৪ জেলেকে বঙ্গোপসাগরে ট্রলারসহ প্রায় ৫২ ঘণ্টা ভাসমান থাকার পর রবিবার দুপুরে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিন সকাল থেকে দুইটি ট্রলার সাগরে উদ্ধার তৎপরতা চালিয়ে উখিয়া ইনানী পশ্চিম সাগর এলাকায় দুপুর পৌনে ২টার দিকে তাদের সন্ধান পায়। রবিবার সন্ধ্যায় ওই চার জেলেকে অক্ষত উদ্ধারের খবর নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ।
তিনি আরও জানান, রবিবার সকালে সেন্টমাটিন থেকে স্থানীয় মীর আহমদ ও রফিক মাঝির দুইটি ট্রলার নিয়ে সাগরে বিকল ট্রলারটির সন্ধান চালিয়ে দুপুর পৌনে ২টার দিকে উখিয়া ইনানী পশ্চিম সাগর এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়। অক্ষত অবস্থায় ট্রলারসহ ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা হলেন- সেন্টমার্টিন কুনাপাড়া এলাকার মৃত ইউসুপ আলীর ছেলে আবদুর রহমান মাঝি (৪০), পশ্চিমপাড়ার সুলতান আহমদের ছেলে শামসুল আলম (২৫), রায় উলাহ (৪৫), মাঝেরপাড়ার মৌ. কবিরের ছেলে মো. আমিন (২৪)। উদ্ধারকারী দুই ট্রলারের সাথে বিকল ট্রলারটি বেঁধে সেন্টমাটিন নিয়ে আসা হচ্ছে।
দীর্ঘদিন পর মাছ শিকারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় গত ৪ নভেম্বর ভোরে একটি ফিশিং ট্রলার নিয়ে ৪ জেলে সাগরে মাছ শিকারে যায়। ওই দিনই তাদের সেন্টমার্টিন ফেরার কথা থাকলেও ইঞ্জিন বিকল হওয়ায় ফিরতে পারেননি। তখন থেকে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ছিলেন। এরইমধ্যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে সাগর উত্তাল থাকায় কোন ট্রলার তাদের উদ্ধারে যেতে সাহস পায়নি। তবে ভাসমান জেলেরা মোবাইল ফোনে যোগাযোগ করায় স্বজনদের মাঝে কিছুটা স্বস্তি ছিল। রবিবার নিম্মচাপের প্রভাব কিছুটা কমে যাওয়ায় সাগরে দুইটি ট্রলার উদ্ধার তৎপরতা চালিয়ে চরম আতংকগ্রস্থ ৪ জেলেকে উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ