বরগুনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিস আলী মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের উরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ধ্যায় ঘরের মধ্যে ইদ্রিসের ঘাড়ে দা দিয়ে কোপ মারে প্রতিপক্ষ নোমান ও পলাশ। এসময় ইদ্রিস আলীর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ইদ্রিসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বরগুনা সদর হাসপাতালের চিকিৎক এস এম মাসুম বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের কোপে তার মৃত্যু হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, নিহতের পরিবারের অভিযোগে পলাশ ও নোমানকে ধরতে পুলিশের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন