সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালকও রয়েছেন। রবিবার (০৬ নভেম্বর) রাত ৯টার দিকে হাটিকুমরুল মহাসড়কের সলঙ্গা থানার হরিনচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, হাটিকুমরুল মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকসহ বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ