গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মো. লিটন প্রধান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত লিটন প্রধান গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঢোলভাঙা গ্রামের মো. বাদশা প্রধানের ছেলে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশবাড়ি উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লিটন প্রধান নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে পলাশবাড়ির কোমরপুর বাজারে যাচ্ছিলেন। পথে পলাশবাড়ি উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে পৌঁছালে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহীবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন লিটন প্রধান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিটন প্রধানের মৃত্যু হয়।
পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, বাসটি পালিয়ে গেছে। তবে বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ