সিরাজগঞ্জে ১০ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বাঐতারা গ্রাম থেকে শুকুর আলী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। শুকুর আলী ওই গ্রামের মৃত নিদান আলীর ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শুকুর আলীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসবাদে সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
শিশুটির বাবা জানান, তার প্রতিবন্ধী মেয়ে গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে মুদি দোকানে গেলে শুকুর আলী তাকে ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ