মাগুরায় পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' শওকত মণ্ডল (৩৮) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিম রামনগরে এ ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা।
নিহত শওকত ফরিদপুরের মধুখালী উপজেলার কুমারপাড়া গ্রামের ময়েন মন্ডলের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, রাত আড়াইটার দিকে পুলিশের কাছে খবর আসে মাগুরা-ঝিনাইদহ পশ্চিম রামনগর পার্কিং এলাকায় সড়কে গাছ ফেলে বাস ডাকাতির চেষ্ঠা করছে একদল ডাকাত। টহল পুলিশ দ্রুত সেখানে পৌছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে পিছু হটে ডাকাত দল। পরে সকালে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শওকতের লাশ উদ্ধার হয়। লাশের পাশ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি রামদা, একটি গাছকাটা করাত।
নিহত শওকতের নামে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৬/মাহবুব