সিরাজগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছরের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম শুকুর আলী। তার বাড়ি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে।
রবিবার রাতে শুকুর আলীকে আটক করা হয়। সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, ঘটনার শিকার হওয়া ওই শিশু এবং তার মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে শুকুর আলীকে আটক করা হয়। শিশুটিকে রাতেই সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, বর্তমানে মেয়েটির অবস্থার সামান্য উন্নতি হয়েছে।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/ফারজানা