এলাকার সার্বিক উন্নয়নের লক্ষে গ্রামবাসীদের নিয়ে উন্নয়ন পরিকল্পনা সভা করেছে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিম। গতকাল রবিবার সন্ধ্যায় ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উন্নয়নের প্রস্তাব রেখে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, আবুল খায়ের মাস্টার, খায়রুল আলম সরদার, আবুল কালাম আজাদ আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সাহেবরামপুর বাজারে একটি টলঘর নির্মাণ ও সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে মূল ফলক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ‘উন্নয়নে বাধাদানকারীরা শয়তানের শিষ্য’ আখ্যা দিয়ে গ্রামবাসী ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিমের বিরুদ্ধে অপপ্রচার ও উন্নয়ন কাজে বাধাদানকারীদের ষড়যন্ত্র প্রতিহত করবে বলে ঘোষণা দেয়।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৬