সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্তকরণের লক্ষে মুসলিম, হিন্দু, খ্রীষ্টান ও বৌদ্ধ ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আজ লালমনিরহাটে দিনব্যাপী এক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে জেলার ৫ উপজেলার ৪৫টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিত, খ্রিষ্টীয় চার্চ অব গডের প্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা হিন্দুদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কিছু সংখ্যক দেশদ্রোহী মানুষ ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। সমাবেশে অংশগ্রহনকারীরা সন্ত্রাস, নাশকতা, জঙ্গি ও সংখ্যালঘুদের উপর হামলাকারীদের প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সকলে একত্রে কাজ করার শপথ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার