নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা শফিকুল ইসলাম শফিক হত্যাকান্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব সদস্যরা। আজ দুপুরে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম বানিয়াদি এলাকার শহিদুল ইসলামের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ২০০৫ সালের নভেম্বর মাসে উপজেলার ভুলতা এলাকায় প্রকাশ্যে দিবালোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সফিকুল ইসলামকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এতে বিজ্ঞ আদালতে মামলা রুজু হলে বিজ্ঞ আদালত আসামি জহিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামি দীর্ঘ ১০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন তাকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বানিয়াদি এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার