নারায়ণগঞ্জের রূপগঞ্জে শরিফ মিয়া ও রানা মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেল সাড়ে ৪টার দিকে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বাড়িয়াছনি এলাকার হোসেন মিয়ার ছেলে শরিফ মিয়া ও তারাব এলাকার আমির হোসেনের ছেলে রানা মিয়া।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহাতাব হোসেন জানান, শরিফ মিয়া ও রানা মিয়া দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ এলাকায় ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছে। আজ দুপুরে অভিযান পরিচালনা করে শরিফ মিয়ার কাছ থেকে ৫ পুরিয়া গাঁজা ও রানা মিয়ার কাছ থেকে ৮পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে ওই দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হয়। আদালত ওই দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার