সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ, শিক্ষানীতি বাতিল ও কওমী মাদরাসা সনদের স্বীকৃতি প্রদানের দাবিতে লক্ষ্মীপুরে জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী স্থানীয় নছির উদ্দিন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরিষদের জেলা আহবায়ক আল্লামা খালেদ সাইফুল্যাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি জাফর আহম্মদ, মুফতি ইদ্রিস কাসেমী, গাজী আতাউর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ