বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় অবৈধভাবে পরিচালিত এ্যাপোলো ডায়াগনস্টিক ও ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় কর্তৃপক্ষ কোন লাইসেন্স কিংবা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে এ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, একটি ডায়াগনস্টিক সেন্টার চালাতে যে বৈধ কাগজপত্র দরকার, তার কিছুই দেখাতে পারেনি তারা। রোগীদের সাথে প্রতারনার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার