ঘূর্ণিঝড় 'নাডা'র আঘাতে শরণখোলা ও পাথরঘাটার ২৬ জেলেসহ আরও দুটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এখনো অনেক ট্রলার ও জেলে নিখোঁজ রয়েছে।
দু'দিনের ঝড়ের কবলে পড়ে অনেক ট্রলার ভারতের কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায় ভেসে গেছে বলে জানা গেছে।
এদিকে ১০ঘণ্টা ভেসে থাকার পর ৬ জেলে এবং ভারতের উড়িষ্যায় চলে যাওয়া ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তারা পাথরঘাটা মৎস্য সমিতির কার্যালয়ে ফিরে এসেছেন।
সাগর থেকে ফিরে আসা জেলেরা জানান, রবিবার সকালে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের বাদল ফকিরের এফবি মায়েরদোয়া নামক ফিশিং ট্রলারটি ১৩ জেলেসহ ফেয়ারবয়া এলাকায় ডুবে যায়। পরে অপর ট্রলারের জেলেরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সগির হোসেন জানান, রবিবার সাগরে ডুবে যাওয়া পাথরঘাটার সেলিম মিয়ার এফবি তাওহিদ ট্রলারের ১৩ জেলে সোমবার সন্ধ্যা সাতটার দিকে ফিরে এসেছেন। ঝড়ে পড়ে এরা ভারতের উড়িষ্যা এলাকায় চলে গিয়েছিল।
উপকূলের অনেক ফিশিং ট্রলার ওইদিন ঝড়ের কবলে পড়ে ভারতের কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায় চলে গেছে। তাদের স্বজনরা উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক জেলে নিখোঁজ রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ