কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার একটি গ্রামে নলকূপ বসাতে গিয়ে বিস্ফোরিত হয়ে ভূ-অভ্যন্তর থেকে গ্যাস বের হচ্চে। ঘটনার পর ওই এলাকাবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। গ্যাস কূপ আবিষ্কারের আশায় এলাকাবাসীর মনে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরাপত্তার স্বার্থে নলকূপের আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার