ফেনীতে সুমনা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগে সৎমাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীররাতে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের তেতৈয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুমনা ছনুয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও গ্রিস প্রবাসী নূরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্পত্তির লোভে সৎ মা বিবি মরিয়ম দীর্ঘদিন ধরে সুমনাকে নির্যাতন করে আসছে। রবিবার বিকালে সে স্কুল থেকে আসলে ভাতের সাথে বিষ মিশিয়ে তাকে খেতে দেয়। বিষমাখা ভাত খেয়ে সে মারা গেলে তাকে গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির ছাদে নিয়ে ঝুলিয়ে রাখে। পরে স্থানীয়দের জানায়, সে আত্মহত্যা করেছে। স্থানীয়রা ঘটনাটি বুঝতে পেরে মরিয়মকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে সুমনার পিতা এক ভিডিও বার্তায় তার মেয়েকে স্ত্রী মরিয়ম হত্যা করেছে বলে অভিযোগ করেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব মোরশেদ জানান, সুমনার সৎ মা তাকে রবিবার রাতে মেরে ফেলেছে। হত্যার দায়ে মরিয়মকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ