বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় নেত্রকানা ডায়াবেটিস সমিতির উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের ছোট বাজারস্থ কার্যালয় থেকে বের হয়ে বড় বাজার হয়ে পুনরায় ডায়াবেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
পরে সমিতির হল রুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিস সমিতির সভাপতি প্রবীণ চিকিৎসক ডা. আব্দুল হামিদ খান। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও বিশেষ অথিতির বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন সাহিদ উদ্দিন আহমেদ ¯^পন, শিক্ষাবিদ মতিন্দ্র সরকার, সমিতির সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ