পিরোজপুরের পাড়েরহাট মৎস্যবন্দরে অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করেছে র্যাব ও জেলা প্রশাসন। এ সময় ৫ জনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে এ অভিযান চালানো হয়।
পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আকুজ্ঞি জানান, পাড়েরহাট মৎস্য বন্দরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও র্যাব-৮ এর যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ৭০ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযানে ৫ জন মৎস্য ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ২৫ লক্ষ টাকা।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ