রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে সাপছড়ি কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুর রহমান মাসুদ কাপ্তাই উপজেলা তথ্য অফিসের সাইন অপারেটর ছিলেন। তিনি রাঙামাটি কাঠালতলী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে রাঙামাটি শহর থেকে মাসুদ মোটরসাইকেলযোগে কাপ্তাই উপজেলা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। তিনি হেলম্যাট পড়া অবস্থায় থাকলেও তার মাথা থেঁতলে যায়। রাস্তায় তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, কোন ভারী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ জানান, সড়ক দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে তিনি নিহত হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ