নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জের ধরে সাহেরা বিবি (২২) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। সাহেরা বিবিকে হত্যার পর স্বামী মাসুদ পারভেজ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধারসহ মাসুদ পারভেজকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১২টার দিকে পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গোবিরাকুড়ি গ্রামে।
পোরশা থানার ওসি মোসাব্বেরুল হক জানায়, "চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সাহেরা। সাহেরার বাবা গরীব হওয়ায় তাকে ছোট বেলা থেকে নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গোবিরাকুড়ি গ্রামে নূরজাহান নামে এক মহিলা লালন-পালন করেন। তিন বছর আগে একই জেলার পত্নীতলা উপজেলার ভাবিচা গ্রামের আসাদুজ্জামানের ছেলে মাসুদ পারভেজের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলোহ লেগেই থাকতো।"
তিনি আরও জানান, "এরই জের ধরে গত কয়েকদিন আগে সাহেরা বিবির পালিত মা নুরহাজানের বাড়িতে চলে আসে। স্বামীর বাড়ি ফিরে না যাওয়ায় সোমবার দুপুরে মাসুদ পারভেজ নুরহাজানের বাড়িতে এসে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে সাহেরা বিবিকে গলা কেটে হত্যা করে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।"
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর,২০১৬/তাফসীর-৪