লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল রাজ্জাক (২২) নামে এক কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। আজ বেলা ১২টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্বেশ্বর এলাকায় সেচপাম্পের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্বেশ্বর গ্রামের কায়েম আলীর ছেলে এবং কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার