বগুড়ার শেরপুরে সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ সাত জন নিহতের ঘটনায় শেরপুর থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। মামলায় সারবোঝাই ট্রাকের চালক মো. ফজলু মোল্লাকে (৪৫) আসামি করা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে।
ফজলু মোল্লা পাবনার আমিনপুর উপজেলার বসন্তপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার আসামি চালক মো. ফজলু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজারে সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ সাত জন নিহত হন। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ছয় জন আহত হন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ