বরিশালের গৌরনদীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি ও সহযোগি সংগঠনের ৮ নেতাকর্মী। বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েতুল্লাহ সোমবার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন নুরুল ইসলাম, শামীম সিকদার, হাসান সিকদার, জাকির কাজী, আব্দুল মালেক সরদার, শাহাবুদ্দিন, আমিনুল হক শাহিন ও লাল মিয়া। এরা সকলে গৌরনদীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ