পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বঙ্গোপসাগরে পুণ্যস্নান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সুকমল মাঝি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের নীলগঞ্জ শেখ কামাল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বরগুনার বদরখালী গ্রামের সুনিল চন্দ্র মাঝির ছেলে।
সুকমলের চাচাতো ভাই সুজন মাঝি জানান, বৃহস্পতিবার বিকেলে সুকমল কুয়াকাটায় রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্যস্নানে আসে। সোমবার ভোররাতে স্নান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। এতে তার মাথা এবং মুখ মন্ডল থেতলে যায়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ