মাত্র এক মাসের ব্যাবধানে সিরাজগঞ্জ কামারখন্দে উপজেলায় দুই শিশুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলার জামতৈল ষ্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ ও শিশুরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। এ সময়ে নিহত শিশু জান্নাতুল খাতুন (৪) ও নিরব (৬) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, কমরেড নবকুমার, আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম রেজা, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন, ইপি চেয়ারম্যান লুৎফর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর জামতৈল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল খাতুন (৪), ও ৮ নভেম্বর মঙ্গলবার ধলেশ্বর গ্রামের বারেক তালুকদারের ছেলে নিরব (৬ ) নির্মমভাবে হত্যার পর জঙ্গলে ভিতর ফেলে রাখা হয়। পরে পুলিশ গলিত অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জান্নাতুল হত্যার মামলার আসামীদের গ্রেফতার করলেও নিরব হত্য মামলার আসামীরা এখনও গা ঢাকা দিয়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন