লক্ষ্মীপুরে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেল ৩টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখি উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (পিপিএম)।
জানা যায়, এ প্রতিযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ের মোট ৮টি দল অংশ নেন। উদ্বোধনী খেলায় লক্ষ্মীপুর বণিক সমিতি বনাম রামগতি থানা মুখোমুখি হন। বিপুল সংখ্যক দর্শক ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার