নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জুয়েল নামে এক অটোরিকসা চালককে গুলি করে হত্যার ঘটনায় সাব্বির (২২) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে বেগমগঞ্জ বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির ওই ইউনিয়নের অভিরামপুর গ্রামের আবুল কালাম খোকনের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ গ্রেফতারের বিয়ষটি বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়েল হত্যাকান্ডের এক আসামী সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে।
উলেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কে দুর্বৃত্তদের গুলিতে জুয়েল (২৫) নামে এক সিএনজি অটোরিকসা চালককে শনিবার গভীর রাতে গুলি করে হত্যা করে।