নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া হাটে সালিশি সভা থেকে ডেকে নিয়ে আমিরুল ইসলাম (৩০) নামে এক গ্রাম্য চিকিৎসককে পিটিয়ে আহত করেছে স্থানীয়ওয়ার্ড কাউন্সিলর ও তার লোকজন।
জানা যায়, গত শুক্রবার মৌখাড়া হাটের পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম একই গ্রামের করম আলীর কাছে দোকান বাঁকির ১২১ টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের সালিশে আমিরুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এ রায় না মেনে ওই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা আমিরুল ইসলামকে ডেকে সালিশ থেকে বাইরে ডেকে নিয়ে যায়। এ সময় তিনিসহ অন্যরা আমিরুলকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় সালিশ মিটিং ভন্ডুল হয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করায়।
এ ব্যাপারে কাউন্সিলর মাসুদ রানা বলেন, আমি তাকে মারিনি। তবে ক্ষিপ্ত হয়ে কিছু লোকজন তাকে মারপিট করেছে বলে শুনেছি।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার