গাজীপুরের শ্রীপুরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশি হয়রানির অভিযোগে পাওয়া গেছে। মাহাবুল আলম জনি নামে ওই শিক্ষার্থী স্থানীয় মাওনা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাবা আব্দুল কাদের শ্রীপুর পৌর শহরের চন্নাপাড়া এলাকার বাসিন্দা ও মাওনা চৌরাস্তার কনফেকশনারী ব্যবসায়ী।
এ ব্যাপারে মাওনা সিটি কলেজের অধ্যক্ষ মিলন হোসেন জানান, মাহাবুল আলম জনি তার কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার ব্যাপারে মাদক বিক্রি বা সেবনের কোনো রূপ অভিযোগ কখনো পাওয়া যায়নি।
থানার এএসআই মাজহারুল হক জানান, তার কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তবে কি পরিমাণ পাওয়া গেছে, তা জানতে চাইলে তিনি এড়িয়ে যান। পরে তাকে কেন ছেড়ে দেয়া হলো, তা জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে পরে দেখা করবেন বলে জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার