গ্রাহকের অর্থ আত্মসাত মামলায় বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেনকে ১০ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।
বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামীর অনুপস্থিতিতে সোমবার এই রায় ঘোষণা করেন। দেলোয়ার হোসেন যশোরের সাতিয়ানি তলার জয়নাল আবেদীন দফাদারের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০১১ সালের ৭ জুলাইর মধ্যে গ্রাহক আব্দুল আলীর এক লাখ টাকা এবং মাকসুদা বেগমের ১০ হাজার টাকা তাদের হিসেব নম্বরে জমা না দিয়ে আত্মসাত করেন ম্যানেজার দেলোয়ার হোসেন। এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কশিমন (দুদক) বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৪ অক্টোবর দেলোয়ারকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। পরে আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।