নাটোরে চাকরি স্থায়ীকরণ, কর্মী ছাটাই ও চুক্তির বাহিরে কাজ বন্ধের দাবিতে মিটার রিডার-ম্যাসেঞ্জাররা কর্মবিরতি পালন করেছেন। আজ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকায় তারা কাজ বন্ধ রেখে সমিতি অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর দেড় শতাধিক কর্মী সকাল থেকে অফিস চলাকালিন সময় পর্যন্ত অফিসের সামনে অবস্থান করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার