রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও মামলার বিচারিক কার্যক্রমের কোন অগ্রগতি হয়নি। এদিকে চার্জশিটে উল্লেখিত মামলার প্রধান আসামি জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ বাকি ১০জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
একের পর এক শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি ওয়ারদাতুল আকমাম বলেন, লিলন স্যার হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে প্রায় সাত মাস আগে। কিন্তু এরপরে মামলার আর কোন অগ্রগতি আমরা জানতে পারিনি।
হত্যাকাণ্ডের দুই বছর পার হলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ার প্রতিবাদে আজ সকাল ১১টায় সিনেট ভবনের সামনে সমাজবিজ্ঞান বিভাগ এবং রাবি শিক্ষক সমিতির পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/18