পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুই সন্তানের জনক মামুন ফকিরকে আটক করেছে।
জানাযায়, দূর্গাপুর ইউনিয়নের কাতুলিয়া গ্রামের জলিল ফকিরের ছেলে মামুন ফকির পাশ্ববর্তী কচুবুনিয়া গ্রামে গাছ কাটার কাজে যায়। দুপুরের পরে ঐ এলাকার নব-গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মধ্যাহ্ণ বিরতিতে বাড়ি দুপুরে খাবার খেতে আসে। এ সময় স্কুলছাত্রীর বাড়িতে বাবা-মা বা অন্য কেউ ছিল না। বখাটে মামুন বিষয়টি টের পেয়ে ঘরে ডুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। তখন স্কুলছাত্রী ডাক-চিৎকার দিলে মামুন পালিয়ে যায়। বিষয়টি তার বাবা পিরোজপুর সদর থানায় জানালে পুলিশ রাতে দুর্গাপুর ইউনিয়নের বটতলা বাজার থেকে বখাটে মামুনকে আটক করে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, অভিযোগ শুনে পুলিশ বখাটে মামুনকে আটক করেছে।