চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশে চাঁদপুর-লাকসাম রেললাইনে কাটা পড়ে রিসান হোসাইন সেন্টু (১৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু সড়কের রেলক্রসিং সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সেন্টু চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের সাবেক ইউপি সদস্য মো. বাবুলের ছেলে।
চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুরে প্রবেশ করার সময় ঘটনাস্থলে ওই যুবক কাটা পড়েন। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-০৯