দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষে দুই বিজিবি সদস্যসহ ৩ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাসুদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই বিজিবি সদস্য হলেন, মোস্তাক ও ইউসুফ। গুলিবিদ্ধ চোরাকারবারি হলেন, শাওন। এদের সবাইকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জয়পুরহাট ২০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় চোরাকারবারিদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-২০