সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় ট্যাংক লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।
নিহতরা হলেন-ট্যাংক লরির হেলপার বগুড়া জেলার শাজাহানপুর থানার জামালপুর গ্রামের আবু সামাদের ছেলে রফিকুল (৩৫) ও বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের তাজিমুল (৫০)।
মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিবুল করিম জানান, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছিল। ভোরে খালকুলা এলাকায় এলে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী একটি ট্যাংকলরির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান। এসময় আহত হন আরো দু’জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।