চোখ জুড়ানো প্রকৃতির সৌন্দর্যের আধারে ঘেরা বৈচিত্রময় রাঙামাটির আসামবস্তি সড়কটি। দিগন্তজুড়ে বিস্তৃত সবুজের সমারোহ। যেদিকে চোখ যায় স্বচ্ছ পানি আর বিস্তীর্ণ সবুজের হাতছানি। এলােমেলো সারিতে সাজানো উঁচু-নিচু ছোট বড় অসংখ্য পাহাড়। যেন শৈল্পিক আঁকা দৃশ্য। আঁকাবাঁকা পথ। চারদিকেই স্বচ্ছ জলধারা। কাপ্তাই লেক মিশেছে প্রকৃতির সঙ্গে অপরূপ সাজে। দেখলে মনে হয় যেন কোন এক শিল্পী তার তুলিতে এঁকেছেন জীবন্ত এক চোখ জুড়ানো ছবি।
এ ব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মূখ্যনির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন চৌধুরী বলেন, পার্বত্য চুক্তির আলোকে পর্যটন বিভাগটিও জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদের উদ্যোগে ও পার্বত্য মন্ত্রণালয়ের সহযোগিতায় রাঙামাটির বিভিন্ন নতুন নতুন স্থানে পর্যটন স্পট গড়ে তুলার পরিকল্পণা গ্রহণ করা হয়েছে। আসামবস্তি-কাপ্তাই সড়কটি পর্যটন স্পট সম্ভবনাময় একটি সড়ক। তাই এ সড়কে কাজে লাগানোর পরিকল্পণা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার