চাঁপাইনবাবগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর সহায়তায় ৪নারীসহ ৬মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, পৌরএলাকার রামকৃষ্ণপুর শান্তিমোড় মহল্লার তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (২৬), একই এলাকার মৃত মফলের স্ত্রী আকলিমা খাতুন (৫০), মৃত তসলিমের স্ত্রী সরজমা খাতুন (৫০), বটতলাহাট মহল্লার নবাব আলীর মেয়ে মোসা. শিউলি (২৬) আরামবাগ মহল্লার মৃত মিছুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) ও সদর উপজেলার বারঘরিয়ার হাবিবুর রহমানের ছেলে আতাউর রহমান (৫০)।
সদর মডেল থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, এলাকায় মাদক নির্মূলের লক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর সহায়তায় পুলিশ রামকৃষ্ণপুর ও আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪নারীসহ ৬জনকে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ২০১পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন