নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক একটি আলোচনা সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্য সচিব মো. আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় পেশা ভিত্তিক প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে প্রান্তিক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তোলার উপর গুরুত্ব দেয়া হয়। ‘পেশা ভিত্তিক প্রশিক্ষণ চাই, নিজ পায়ে দাঁড়াতে চাই’ এই স্লোগানকে সামেনে রেখে ইউএনও ইশরাত ফারাজানাকে আহ্বায়ক ও মো. আব্দুল বারেক সরকারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার