সিরাজগঞ্জের তাড়াশে বাল্য বিয়ে দেয়ার দায়ে বরের বাবা ও চাচাকে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান ভ্রাম্যমান আদালতে বরের বাবাকে দশদিন ও চাচাকে সাতদিন করে কারাদণ্ড প্রদান করেন।
দণ।ডপ্রাপ্তরা হলো- উপজেলার মাধাইনগর ইউনিয়নের চক-সরাপপুর গ্রামের আসমত আলী ও তার ভাই ছানোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান জানান, বুধবার গভীর রাতে আসমত আলীর ছেলে রফিকুল ইসলামের (২৮) সাথে একই গ্রামের বারেক আলীর মেয়ে বোয়ালীয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আখি খাতুনের (১৩) বাল্য বিয়ে হয়। সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেলে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ছেলের বাবা আসমত আলী ও চাচা ছানোয়ার হোসেনকে আটক করা হয়।