রাজশাহী মহানগরীর শাহাপুর এলাকায় দুই বান্ধবীর একসঙ্গে আত্মহত্যার ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে থানায় দুটি মামলা হয়েছে। নগরীর মতিহার থানায় আজ বিকেলে মামলা দুটি দায়ের হয়। মামলার পর বিপ্লব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিপ্লব শাহাপুর পশ্চিমপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজে অর্থনীতিতে প্রথম বর্ষে পড়াশোনা করেন। মামলার আরেক আসামি মুন্না ঘটনার পর থেকে পলাতক।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, দুই কিশোরীর আত্মহত্যার ঘটনায় আজ বিকেলে থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী হয়েছেন সম্পার মা শরিফা বেগম। আরেক মামলার বাদী বর্ণার বাবা নজরুল ইসলাম। দুই মামলায় আলাদা আলাদা করে মুন্না ও বিপ্লবকে আত্মহত্যার প্ররোচণাকারী হিসেবে আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার