নাটোরের বড়াইগ্রামে আহম্মেদপুর বাসস্ট্যান্ড থেকে জাল টাকাসহ মনিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে আজ আটক করেছে পুলিশ। আটক মনিরুলের বাড়ি পার্শ্ববতী গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া এলাকায়। তার পিতার নাম সাইদুল ইসলাম।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান জানান, আহম্মেদপুর বাসস্ট্যান্ডের মুদি দোকানদার চাঁদ আলীর দোকানে গিয়ে সিগারেট কিনতে গিয়ে ৫’শ টাকার একটি জাল নোট দেয়। এ সময় দোকানদার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার