ময়মনসিংহের ধোবাউড়ায় অপরণের ৮দিন পর সুমাইয়া (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার গামারীতলা ইউনিয়নের একটি ধান ক্ষেতের পাশ থেকে মাটি খুড়ে এ শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়মনা তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধোবাউড়া থানার ওসি শওকত আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আলমগীর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার